শুক্রবার, ৬ মার্চ, ২০২০

পথের ডাকের কোলাজ


পথের ডাকটি শুনতে কি পাও?
ডান-বামে দূরে কিংবা নিকটে
কত পথ ডাকে বিজনে ভজনে
আঁধার যখন গাঢ়তর হয়।

জীবনের পাশে নদী, পূবে বিল
মাঝখানে মরা খাল দগ্ধ মাঠ
আমরা ওখানে পাতি রাঙা খাট
উলুধ্বনি উঠে নীলাভ সুন্দর।

পথ-মত-অন্ধকার শঙ্খ নদী
সেতুবন্ধু পাতি গেরামের সঙ্গে
রাখালের গানে লালনের সুর
অন্দরে অন্তর গাঁথি পূর্ব বঙ্গে।

হাফজ-হাল্লাজ কিংবা বুল্লাকে’
মানি, হাজার তারার মধ্যমনি 
তুমিও এমন হও দাতা-ত্রাতা
জীবন হোক গলানো সোনার খনি।   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন