বুধবার, ২৭ মে, ২০২০


মানুষের জন্য গান

রচনা-গাজী সাইফুল ইসলাম

মানুষ মানুষ মানুষ আসল
তার সঙ্গে করো না ছল
তার জন্যই ফেলতে পারো
দুফোটা চোখের জল

না থাকুক আপনজন তার
না নিক কেউ খবর
না থাকুক নাম ঠিকানা 
না থাকুক মায়ার আঁচল
মানুষই হলো বিজন বনে
একটি পাকা ধুতুরা ফল ।।

যাঁর সৃষ্টির সেরাজন সে
তার সঙ্গেই যায় অভিসারে
তার অধিকার কেড়ে নিয়ে
করো না অপমান তারে।
যদি করো কোনো ছল
বাতাসে নড়বে ধর্মের কল।।

জানতে বুঝতে দাও তারে
খুলতে দাও মনের আগল
স্বপ্ন দেখতে দাও তারে
হতে দাও ভাবের পাগল।
ঘুচুক মনের আঁধার তার
দাও প্রেরণা শক্তি বল ।।




ঠিকানা/
গাজী সাইফুল ইসলাম
১৪/ক ডিএন চক্রবর্তী রোড, আমপট্টি
ময়মনসিংহ -২২০০।
ফোন-০১৯১১-৭১৫৮৩৫, ০১৬২৮৩২৪২৩৫।
gazisaiful@gmail.com
web: --gazisaifulkotha.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন