শুক্রবার, ৬ মার্চ, ২০২০

শহরের ছোট্ট বালক

কী যে নাম তার শহরের ছোট্ট বালক
যার খসে গেছে সব ক’টি ধূলির পালক
মায়ের তালাকের পর বাবা মরেছে খালে
গলির ধুরন্ধ এক মোড়লের মহা কূটচালে।
আরও কত না লতিজা তাহার কপালে
হাল হীন নৌকো সব ঢেউ তার পালে।
পালকহীন সে পাখি গায় না আগের মতো
শুকিয়ে শীর্ণতাপ্রাপ্ত স্রোতহারা নদীর মতো।
ভালোমন্দ তার কষ্টদ্বন্দ্ব বাড়ে গভীর রাতে
ঘুমোয় প্রতিবেশী ছালছাড়া কুকুরটির সাথে।
ভাতও খায় সে একই বিবর্ণ টিনের থালাতে
কখনও বৃথা ভাসে স্বপ্নে চাঁদা তারাদের সাথে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন