মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

Court orders imprisonment, fine for Al-Ahram journalists

Senior journalists gathered at the office of the state-owned Al-Ahram newspaper to release a statement demanding an urgent syndicate general assembly to withdraw confidence from the current syndicate board.
In the statement, the journalists stated that the current board has brought the syndicate into conflict with state institutions and the Course Correction Front, the name the movement has given itself, is demanding new elections.
The meeting was led by an array of senior former and current editors-in-chief of privately owned and state-owned newspapers, including Makram Mohamed Ahmed, who was the former syndicate chief during the Mubarak era.
The current head of Egyptian Journalists syndicate Yehia Qalash told Al-Ahram that all journalists have the assemble, adding that the urgent general assembly will be held if has fulfilled all legal requirements.
The Press Syndicate announced on Saturday in an official statement that their scheduled general assembly on Tuesday will be postponed until the following Tuesday upon the request of the parliament to allow time for a political solution to develop.

ঢাকার একই অবস্থা, করুণ


কলকাতার এইসব জায়গায় মাত্রাছাড়া দূষণ, হুঁশ নেই রাজ্যের
December 19, 2018 
টিডিএন বাংলা ডেস্ক: দূষণে ভয়াবহভাবে জর্জরিত কলকাতা। রবিবার বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রাও ছিল কলকাতাতেই। গতকালও শহরের দূষণের মাত্রা ছিল অনেকটাই বেশি। প্রতি ঘনমিটারে ৩২৫ মাইক্রোগ্রাম। যেখানে প্রতি ঘনমিটারে ৬০-১০০ মাইক্রোগ্রামের বেশি থাকা উচিত নয়। দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের কোনও হুঁশ নেই বলে অভিযোগ।
পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানান, রবিবারে পার্টিকুলেট ম্যাটার ১০ (PM10) ছুঁয়েছিল ৮৬২ মাইক্রোগ্রামে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। অথচ থাকার কথা ১০০ মাইক্রোগ্রাম। এভাবে দূষণ বাড়তে থাকলে শরীরে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। এই মুহূর্তে বরানগর পৌরসভার জমা জঞ্জাল পোড়ানোয় তৈরি দূষণ ক্রমাগত ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। এর আগে গ্রিন ট্রাইবুনালের রায়ও অগ্রাহ্য করেছিল রাজ্য সরকার। জাতীয় পরিবেশ আদালত ৫ কোটি টাকা জরিমানা করার পরেও সম্বিত ফেরেনি রাজ্যের।
সোমেন্দ্রবাবু বলেন, দূষণ মাপার জন্য দিল্লি বসিয়েছে ২৯টি মেশিন। মুম্বইতে বসানো আছে ১৪টি। কিন্তু রাজ্য সরকারের ১১টি মেশিন বসানোর কথা থাকলেও এখনও পর্যন্ত মাত্র দুটি মেশিন বসিয়েছে রাজ্য। নিয়মিত দূষণ বেড়ে চলেছে শিয়ালদা, হাওড়া, মেটিয়াবুরুজ, বেহালা, মৌলালি, পার্ক সার্কাস, টালিগঞ্জ এবং খিদিরপুর অঞ্চলে। সমস্ত কলকাতায় দূষণ মাপতে মাত্র ৪০টি জায়গায় এই মেশিন বসাতে হবে। এই দূষণের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে, নোয়াপাড়া ডাম্পিং গ্রাউন্ড, টিটাগর, বরানগর পৌর এলাকায় ২৪ ঘণ্টা ধরে যে সমস্ত আবর্জনা পোড়ানো হচ্ছে, তা থেকেই পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ছে। গণশক্তি


বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

Tubercular miasm and Miasmatic prescribing

www.homeobook.com

DR SKANDHAN.S. KUMAR
INTRODUCTION: In the present world the disease has become so complicated that even the disease manifestation has critically evolved same as to the miasm concept, in this article i want to brief about the most suitable miasm of this era i.e. the tubercular miasm and also give an idea about easy and compact concept MIASMATIC PRESCRIBING: LOOK AND DIAGNOSE THE TUBERCULAR MIASM 
Lets first know about the origin and development of nosodes in the history of homeoepathy:
Dr J.H.Allen says that the character of the miasm gives us the character of the affection or the disease formula1.The advent of Hahnemann’s theory of the miasms caused great interest in the chronic diseases and their anti-miasmatic remedies. One of the direct consequences of the publication of The Chronic Diseases was the development of the use of miasmic organisms as potentized homoeopathic remedies. The earliest experiments with nosodes were carried out by Constantine Hering while he was in Surinam, Guiana, and South America between 1827 and 1833. In the five years Hering spent studying plant and animal species, he paid special attention to the virulent snake and spider poisons as well as miasmic substances.
“During the experiments on the serpent poison, I have given out the idea that the hydrophobic virus should be a powerful pathological agent. I presented the same hypotheses regarding the virus of variola [small pox]. I expect no less as regards the psoric virus, and I invited my colleagues to make proving.”
It seems that shortly after Hahnemann published his chronic disease theory, Hering performed the first proving of Psorinum on himself. Hering originated the method of using a miasmic agent as a basis for a remedy and it was he who coined the term “nosode”. The Greek word Noso is a prefix which is added to give the idea of a disease indicating its morbid root. This term is also connected with the Latin word “noxa”, the root of the term noxious or damaged. This implies the use of potentially dangerous noxious materials as a basis for a potentized remedy.
Hering is responsible for greatly expanding the materia medica of homeopathy and adding seven (7) new categories of potentized remedies*. At the same time, he was one of the true defenders of the four cardinal rules of Homoeopathy: similar cure similar, the single remedy, the minimal dose and the potentized remedy. Herring’s 7 uses of idem in Homoeopathy include:
  • The use of poisons taken from insects, snakes, and other venomous creatures (Animal poisons).
  • The use of remedies made from miasmas (Nosodes).
  • The introduction of potentized miasmas and morbid secretions taken directly from the patient’s body (Auto-nosodes).
  • The use of homologous organs, tissue and secretions (Sarcodes).
  • The use of potentized miasmic products as nosodes for the prevention of infectious diseases (Nosode prophylaxis).
  • The use of chemical and nutritional elements innate to the human organism (Chemical and elemental relationships).
  • The use of potentized genus groups as curative and preventative remedies for individuals, groups, and habitats. Hering suggests potentized seed of weeds or dangerous plants to eradicate and destroy those plants and potentized insects or animals to remove and prevent infestations of dangerous species (Isodes).2
*Lectures on the Theory & Practice of Homoeopathy, R.E. Dudgeon, BJain Publishers (P) Ltd, Lecture VI, Isopathy, pages 141-175.
Hering continued to experiment with nosodes of acute and chronic miasms and invited others to conduct provings. He recommended the use of potentized watery excrements of cholera, the black vomit of yellow fever, the desquamated skin of malignant scarlet fever, to bind bags of milk sugar in contact with the skin of typhus patients, the use of leucorrhoea matter, etc., as well as psorine (Psorinum) gleets-matter (Medorrhinum), pthisine (Tuberculinum) and syphiline (Syphilinum). Many ancient isopathic remedies were introduced into the Homoeopathic Materia Medica by dedicated homoeopaths of the 19th century. Constantine Hering, W. Gross, Wilhelm Lux, Father Collet, Swan and Burnett immediately come to mind.
After Herring’s introduction of the nosodes, Johann Joseph Wilhelm Lux, a well known homoeopathic veterinarian, began to conduct experiments with the isopathic use of disease materials in potencies. In December, 1831, Lux was asked if he knew any homoeopathic remedies for the treatment of bovine plague and anthrax. Lux replied that he could not suggest any remedies off hand but he offered the following suggestion. He told the person to take a drop of blood of an animal infected with anthrax, and a drop of the nasal mucous of a cow with the plague, and prepare a 30c potency of the material. During the epidemic in 1832 many veterinarians relied on the complementary use of the nosodes and standard remedies to treat the animals under their care.
On December 24, 1835, Jolly of Constantinople reported to Hahnemann that Russian doctors had cured a number of cases of bubonic plague with a 30c nosode prepared from the serous exudation of plague buboes. Hahnemann was interested in the new nosode movement on the basis of these clinical experiences but he was concerned because most of these nosodes were not being proved. So in this way the revolutionary ideas contained within the 1828 edition of The Chronic Diseases changed the way people thought about contagious disease and stimulated the integration of nosodes into the homoeopathic pharmacopoeia.
In 1836 Hering stated that: HE NEVER SUCCEEDED IN CURING BUT ONLY AMELIORATING DISEASES WITH THEIR OWN MORBID PRODUCTS.
This statement was made after 7 years of rigorous clinical trials. He gave a perfect example of the proper use of idem in a case of suppressed syphilis which would not respond to ant syphilitic remedies like Mercury so he used Syphiline (his syphilinum) as an intercurrent. This brought out the cutaneous eruption and chancre which was then perfectly cured by Mercury followed by Lachesis. He had many similar cases. Without constitutional treatment it is impossible to perform the perfect cure.
The nosodes are only curative by themselves when they are administered by the totality of the symptoms. Then they are the constitutional simillimum.
During Dr Hahnemann’s time cause of disease were known to include:
  • Mechanical factor- Destructive action of injuries, destruction of tissue resulting from physical force etc.
  • Chemical factor- Destructive action of certain chemical poisons eg: arsenic, opium.
  • Dynamic factor- Mental or physical, atmospheric, thermic, telluric and climatic, dietetic, hygienic.3
NOW LETS STUDY ABOUT THE MORDERN MIASM – TUBERCULAR MIASM:
INDICATIONS OF TUBERCULAR MIASMATIC STATES:
  • Lean and thin constitution (fatness without fitness)
  • Cosmopolital habits ( mentally keen but physically weak )
  • Fear of dogs
  • Ever changing systems (rapid response to any stimuli )
  • Complaints from change of weather or atmosphere
  • Tendency to cough and cold (catches cold very easily)
  • History of tuberculosis or lung diseases
  • Chronic inflammation of glands and tonsils
  • The problem child – (slow in comprehension dull, unable to keep a line of thought)
  • Hemorrhage from nose on slight provocation (blowing the nose, slight blow or even washing the face4
  • Phyllis Speight noted in his writings that is most of the cases inflammation of glands of each neck, very sensitive to warm room, must have fresh air at night, breath fetid odour, sensitive to cold, thirst for cold water, still always works actively is very characteristic of Tubercular miasm5
AS TUBERCULAR MIASM IS MOST FREQUENTLY AND EASILY IDENTIFIABLE AMOUNG CHILDRENS MORE DISCRIPTION ABOUT THE TUBERCULAR CHILD:
Tubercular Child:
  • Hyperactivity
  • Erraticism
  • Moodiness and Unpredictability run throughout Tubercular miasm
  • They are tall, rapidly growing children, but emaciated like Phosphorus.
  • Tubercular children are loving and friendly by nature.
  • They love their play, their hobbies, their studies
  • They make a lot of friends because of their good, friendly and cosmopolitan nature.
  • They share their things very easily
  • are always helpful and sympathetic towards other children
  • They are very affectionate towards animals and they have tremendous fear of animals
  • They will always try to be in good books because; they enjoy attention and attraction from everybody.
  • These children have lots of desires and goals, but because of their poor resistance they succumb to external pressures very easily.
  • They have no energy reserves.
  • This results in failure leaving them dejected and depressed. A quiet, internal vexation followed by impulsiveness
  • And violent reaction is a Tubercular, Schizoid personality.
  • Child at play
  • These children are very playful, fun loving and mischievous
  • However, again, erraticism is the hallmark.
  • Tubercular children will never stick to one game or activity, because of their constant desire for change.
  • They cannot pursue one action for a long time.
  • These children may like certain toys or games at one moment
  • And, they have hatred towards the same at another time.
  • They like stories of mischief
  • about traveling, of some unusual characters
  • Or tubercular children wear masks & mimic their favorites.
  • They actually see and perform acts of heroes… …like Superman, Batman, and Cowboys etc. and derive intense pleasure from it.
  • For eg. After seeing Superman / Batman they think… ‘If batman can fly… …why can’t I’
  • They may even perform a heroic act.
  • Result is… anybody’s’ guess…?
  • In reality, I have heard of these children performing these acts, some of them have died, some have succumbed to major injuries and some were lucky enough to survive without a scratch. Scholastic performance:  At school, these children are either poor learner…
  • Or they perform very well.
  • In one semester, these children do extremely well…
  • while just in another semester their performance is very poor. His grades may vary from A to F.
  • They are extremely creative …and hence take part in all drawing competitions. Drawings of a tubercular child are vibrant with live colors.
  • Their paintings depict modern art
  • Their paintings very strongly depict their inner world.
  • Performing Arts: They enjoy participating in all kinds of activities.
  • They are very talented…
  • Very flexible and rhythmic in their movements…
  • Absolute perfectionists…But their body cannot meet the demands of their system…
  • Thus they cannot pursue anything to their final destination…
  • This leaves them sad, frustrated, depressed and exhausted.
  • Emotional Pattern: Erraticity and Moodiness
It is clearly proved in the Tubercular children who at one moment are, extremely sensitive & loving and at other times you will see them being indifferent to everything.
NOW AS MENTIONED ABOVE LET US MAKE MAISMATIC DIAGNOSIS EASY WITH THIS TOOL BELOW

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

সৌদির আকাশে ককপিটে বসে ব্রাজিলিয়ান পাইলটের ইসলাম ধর্ম গ্রহণ, ভিডিও ভাইরাল

                                                                        ০৩ ডিসেম্বর,২০১৮                                                                        






আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
রিয়াদ: ব্রাজিলের নাগরিক ক্যাপ্টেন আমালো আরব বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হয়েছেন। সৌদি আরবের আকাশে একটি যাত্রীবাহি বিমান নিয়ে উড়ে যাওয়ার সময় তিনি বিমানের কো-পাইলটকে দিকনির্দেশনারত অবস্থায় ছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি কিছুক্ষণের জন্য দিকনির্দেশনা দেয়া বন্ধ করে দিয়ে ককপিটে বসেই ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করেন। আকাশে তার ইসলাম ধর্ম গ্রহণের কারণেই তিনি আরব সংবাদ মাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন।
ব্রাজিলিয়ান পাইলট ক্যাপ্টেন আমালো যে বিমানটি পরিচালনা করছিলেন তার পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত তেমন কিছু জানা যায় নি। কিন্তু বিমানটির ককপিটে বসেই তার ইসলাম ধর্ম গ্রহণের(শাহাদা পড়ার) দৃশ্য সংবলিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যায়।
ক্যাপ্টেন আমালো তার সহকর্মীর সাথে বিমানের ককপিটে বসে বিমানটি পরিচালনা করছিলেন এবং বিমান পরিচালনার দিকনির্দেশনায় সাময়িক বিরতি দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ভিডিওটিতে এমনটিই দেখা যায়।বার্তা সংস্থা আল বালাদ নিউজ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, সৌদি আরবের আকাশে অন্তত ১৮,০০০ ফুট উঁচুতে থাকা বিমানটির পাইলট ক্যাপ্টেন আমালো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমাটি উচ্চারণ করার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ক্যাপ্টেন আমালোর ইসলাম ধর্ম গ্রহণের ভিডিওটি ইতোমধ্যে ২০,০০০ বারের অধিক দেখা হয়েছে এবং এটি মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামে রূপান্তরিত হয়েছে।
তবে ঠিক কখন ক্যাপ্টেন আমালো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা জানা যায় নি কিন্তু পাইলট ব্যাখ্যা দিয়ে বলেন, বিমানটি সৌদি আরবের তাবুকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
বিমানটির ককপিটে ক্যাপ্টেন আমালোর পাশে বসা কো-পাইলট বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সেখানে ব্রাজিলের পাইলট আমলোর সাথে বসা ছিলাম। তিনি সেসময় ‘শাহাদা’ উচ্চারণ করেন যখন আমরা তালুকা থেকে উড্ডয়ন করেছিলাম।’
এর পরেই ক্যাপ্টেন আমালো প্রার্থনা করে ঘোষণা করেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
বিমানটি আকাশে থাকা অবস্থায় প্রার্থনার পরে ক্যাপ্টেন আমালোকে এই বাণী উচ্চারণ করতে দেখা যায়, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ(সাঃ) আল্লাহর প্রেরিত বার্তা বাহক।’

পরকীয়া প্রেমিককে আগুনে পুড়িয়ে হত্যা করল বিহারের সীতামারি এলাকার গ্রামবাসীরা

বিবাহিত নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক, পরকীয়া প্রেমিককে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করল গ্রামবাসী

                                                                            December 4, 2018


টিডিএন বাংলা ডেস্ক : বিবাহিত এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে পরকীয়া প্রেমিককে আগুনে পুড়িয়ে হত্যা করল বিহারের সীতামারি এলাকার গ্রামবাসীরা। নিহত যুবকের বয়স ২৫ বছর। শারাভান মাহাতো নামে ওই যুবক গ্রামের এক নারীকে নিয়ে পালিয়েছিলেন। পরে তাকে বিয়ে করে আবার গ্রামের বাড়িতে ফিরে আসেন।
গ্রামের লোকজন শারাভানকে আটকের পর কাছের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। পরে সেখানে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলেই পুড়ে মারা যায় শারাভান। বিহার পুলিশ বলছে, সংসার পাতবেন বলে যে নারীকে নিয়ে পালিয়ে শারাভান বিয়ে করেন, তার শ্বশুর গ্রামের অত্যন্ত প্রভাবশালী। তার নির্দেশেই ওই যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুত্রবধূ অন্যের সঙ্গে থাকছে জেনে, শ্বশুরের রাগ গিয়ে পড়ে যুবকের উপর।
এই হত্যাকাণ্ড ঘিরে সীতামারিতে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস
টিডিএন বাংলা ডেস্ক: প্রতিবন্ধীর মান-সম্মান সংরক্ষণ, মানুষ হিসেবে তাদের অধিকার প্রদান ও তাদের সাথে কোমল ও সদাচরণ করতে ইসলাম চৌদ্দশত বছর আগেই সবার প্রতি আহ্বান করেছে।

আজ ৩রা ডিসেম্বর, বিশ্ব প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকন্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন।’
১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক খনি দুর্ঘটনায় বহু মানুষ মারা যান। আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের প্রতি সহমর্মিতায় ও পরহিতপরায়ণতায় বেশ কিছু সামাজিক সংস্থা চিকিৎসা ও পুনর্বাসনের কাজে স্বতঃপ্রবৃত্ত ভাবে এগিয়ে আসে। এর ঠিক পরের বছর জুরিখে বিশ্বের বহু সংগঠন সম্মিলিত ভাবে আন্তর্দেশীয় স্তরে এক বিশাল সম্মেলন করেন। সেখান থেকেই প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত সব তথ্যের হদিশ মেলে। সেখানে সর্বসম্মতভাবে প্রতিবন্ধী কল্যাণে বেশকিছু প্রস্তাব ও কর্মসূচি গৃহীত হয়। খনি দুর্ঘটনায় আহত বিপন্ন প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করতে আহ্বান জানানো হয়। সেই থেকেই কালক্রমে সারা পৃথিবীর প্রতিবন্ধী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর দিন হয়ে উঠেছে। সেই থেকে প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়।

হায়দরাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম স্যর মীর উসমান আলি খান সিদ্দিকি


অবিভক্ত ভারতের হায়দরাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম, স্যর মীর উসমান আলি খান সিদ্দিকি-করে গেছেন  ইতিহাসের সবচেয়ে বড় দান


হায়দরাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম, স্যর মীর উসমান আলি খান সিদ্দিকি সবচেয়ে সস্তা ব্র্যান্ডের সিগারেট খেতেন। কিনতেন কম, তাঁর কাছে আসা অতিথিদের থেকেই চেয়ে খেতেন বেশি। নিজের জামা কাপড় ছিঁড়লে নিজের হাতে সেলাই করতেন। দর্জিও পয়সা পেত না। তাঁর পরা পোশাক অল্টার করে আবার পরতে হতো বাড়ির কিশোরদের। ছিঁড়ে বা ফেটে না গেলে নতুন জামা বা জুতো বাড়িতে ঢুকতো না। তাঁর মতো কৃপণ মানুষ, সে দেশে মেলা ভার ছিল। রাস্তায় বেরিয়ে দোকানে খাবার খেয়ে দাম নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া করতেন। তাঁর আর্দালিদের কেউ কোনও দিন এক সিকি বকশিশ পেয়েছে বলে মনে করতে পারেন না।


সেই মানুষটির টেবিলে কিন্তু পেপার ওয়েট হয়ে শোভা পেত পৃথিবীর পঞ্চম বৃহত্তম হীরে, ১৮৫ ক্যারেটের জ্যাকব ডায়মন্ড। বর্তমানে যার দাম হাজার কোটি টাকারও বেশি। পৃথিবীর সবচেয়ে দামি রোলস রয়েসের পঞ্চাশটিরও বেশি মডেল রাখা থাকতো তাঁর গ্যারেজে। তাঁর কাছে যত পরিমাণ মুক্তো ছিল, তাতে একটি অলিম্পিক সাইজের সুইমিংপুল ভর্তি হয়ে যেত। এই মানুষটিই রানি এলিজাবেথের বিয়েতে অক্লেশে কয়েক কোটি টাকা দামি হিরের নেকলেস পাঠিয়ে দেন। যেটি আজও রানির ব্যক্তিগত সংগ্রহশালায় ‘নিজাম নেকলেস‘ নামে বিখ্যাত।
হ্যাঁ, এই চুড়ান্ত মিতব্যয়ী লোকটিই একসময় ছিলেন পৃথিবীর সবচেয়ে বড়লোক। অবিভক্ত ভারতের হায়দরাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম, স্যর মীর উসমান আলি খান সিদ্দিকি। রাজ্যটি পরাধীন ভারতের সবচেয়ে বড় রাজ্য ছিল। স্কটল্যান্ড আর ইংল্যান্ডকে যুক্ত করলে যা আয়তন হয় তৎকালীন হায়দরাবাদ ও বেরার স্টেটের আয়তন ছিল তার থেকেও বেশি। নিজামের শাসনে ১ কোটি ৬০ লক্ষ মানুষ এবং ৮২,৬৯৮ বর্গ মাইল ভূখন্ড ছিল। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন-এর ২২ ফেব্রুয়ারি, ১৯৩৭, সংখ্যার কভারে নিজামের ছবি ছাপা হয়। নিচে ক্যাপশন ছিল, The richest man in the world.
তাঁর ক্ষয়াটে চেহারা, জামা কাপড়ের ছিরি এবং ঝুলো গোঁফ দেখে এক ঝলকে মনে হতো রাজা রাজড়ার রসুইয়ের বাবুর্চি। কিন্তু এই বেঁটে খাটো মানুষটি অবিশ্বাস্য পরিমাণ সম্পদের অধিকারী ছিলেন । নিজাম থাকাকালীন তিনিই বিশ্বের ধনীতম ব্যক্তি ছিলেন। ফরচুন পত্রিকা ১৯৪০ দশকে তাঁর সম্পত্তির মূল্য ধরে দুই বিলিয়ন ইউএস ডলার। বর্তমানে যার মূল্য দাঁড়াতো কম করে ধরলেও প্রায় চার বিলিয়ন ইউএস ডলার। টাকার মূল্যে প্রায় ২৯৭৪৫ কোটি টাকা, ১৯৬৭ সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত।
ব্রিটিশ ভারতে স্বাধীন হায়দরাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম, স্যার মীর উসমান আলি খান সিদ্দিকি রাজ্যটি শাসন করেছেন ১৯১১ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত। রাজ্যটিকে রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। ভারতে বা পাকিস্তানের অধীনে রাজ্যটিকে নিয়ে যেতে চাননি। তিনি চেয়েছিলেন ভারত ও পাকিস্তানের সঙ্গেই জন্ম নিক তৃতীয় একটি স্বাধীন রাষ্ট্র। চৌধুরী রহমত আলি যার নাম দিয়েছিলেন ‘উসমানিস্তান‘। কিন্তু ভারত সরকার নিজামের এই সিদ্ধান্ত পত্রপাঠ প্রত্যাখ্যান করে। কিন্তু নাছোড়বান্দা নিজামও। অবশেষে আলোচনার টেবিলে বিফল হয়ে ভারতীয় সেনাবাহিনী ১৯৪৮ সালের ১৩ সেপ্টেম্বর হায়দরাবাদ আক্রমণ করে। মেজর জেনারেল জয়ন্ত চৌধুরীর অধীনে এক ডিভিশন ভারতীয় সেনা ও একটি ট্যাঙ্ক ব্রিগেড হায়দরাবাদে আক্রমণ চালায়। আক্রমণের সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন পোলো’।
নিজামের পাঁচ হাজার সেনার পক্ষে ভারতের প্রশিক্ষিত সেনাবাহিনীর স্থল ও আকাশ পথে হামলা প্রতিহত করা সম্ভব ছিল না। তাই কয়েক ঘণ্টায় হার মানলেন নিজাম। তাঁর হায়দরাবাদ ও বেরার স্টেট ভারতের মানচিত্রে প্রবেশ করল। ভারতে অন্তর্ভুক্তির পর ১৯৫০ সালের ২৫শে জানুয়ারি নিজাম মীর উসমান আলিকে হায়দরাবাদ স্টেটের রাজপ্রমুখ পদে অভিষিক্ত করা হয়। সেই পদে তিনি ৩১শে অক্টোবর ১৯৫৬ পর্যন্ত থাকেন। আপাতদৃষ্টিতে মনে হয় সাতটি স্ত্রী , চৌত্রিশটি ছেলেপুলে এবং অগনিত রক্ষিতা নিয়ে জীবন কাটানো নিজাম আদৌ সুবিধের লোক ছিলেন না। কেউ কেউ তাঁকে হিন্দু বিদ্বেষী একজন কট্টর মুসলিম শাসক ও শোষক হিসেবে দেখিয়েছেন। যদিও ধর্মের ভিত্তিতে সদ্য তৈরি হওয়া পাকিস্তানের সঙ্গে তাঁর রাজ্যকে যুক্ত করেননি।
এই বার জানা যাক, এই মানুষটি ভারতের জন্য কী করে গেছেন। সবার অপছন্দের নিজাম বাহাদুর ভারতের জন্য যেটা করে গেছেন, তা আজ পর্যন্ত কেউ করতে পারেননি। পারবেনও না। তখন ১৯৬৫ সাল, ভারতকে চোখ রাঙাচ্ছে চিন। সঙ্গে পেয়েছে দোসর পাকিস্তানকে। দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচাতে ভারত তৈরি করল জাতীয় নিরাপত্তা তহবিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী হায়দরাবাদে গেলেন। নিজামকে অনুরোধ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা তহবিলে নিজামকে কিছু দান করার জন্য। সব শুনলেন কৃপণ নিজাম। মিটি মিটি হাসতে হাসতে নিজের সেক্রেটারিকে ডাকলেন। একটা কাগজে উর্দুতে কী একটা লিখে দিলেন। সেক্রেটারি কাগজটা তুলে চমকে উঠেই নিজেকে সামলে নিলেন। ভারতের নিরাপত্তা তহবিলে নিজাম ওসমান আলি দিলেন ডোনেশন। চমকে গেল বিশ্ব। সামান্যই দিলেন। মাত্র পাঁচ টন সোনা। এর সঙ্গে নগদে দিলেন ৭৫ লক্ষ টাকা।
১৯৬৫ সালে নিজামের দেওয়া ৫০০০ কেজি সোনা এখনও পর্যন্ত ভারতের জাতীয় কোষাগারে দান হিসাবে দেওয়া সবচেয়ে বড় অর্থরাশি। এতো টাটা, বিড়লা, অম্বানী, আদানি, মিত্তাল এলেন ও গেলেন, কিন্তু আজ পর্যন্ত কোনও ব্যক্তি তো বটেই কোনও প্রতিষ্ঠানও এতো পরিমাণ সম্পদ ভারতের সুরক্ষা খাতে দান করার বুকের পাটা দেখাতে পারেননি।
এই মানুষটি তাঁর প্রিন্সলি স্টেটের বাজেটের ১১% শিক্ষা খাতে ব্যয় করতেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ছিল এবং গরীবদের জন্য নিখরচায় শিক্ষার ব্যবস্থাও ছিল। ভারত ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি বিশাল অঙ্কের টাকা অনুদান হিসেবে পাঠাতেন। এর মধ্যে জামিয়া নিজামিয়া, দারুল উলুম দেওবন্দ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এমনকি বেনারস হিন্দু ইউনিভার্সিটিও ছিল। তাঁর তৈরি করা ওসমানিয়া ইউনিভার্সিটি আজ ভারতের অন্যতম বৃহৎ ইউনিভার্সিটি।
বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে ডোনেশন দেওয়া নিয়ে একটি মজার গল্প আছে। এক হাড়কাঁপানো শীতের রাতে নিজাম শীতে কাঁপতে কাঁপতে তাঁর আর্দালিকে কম্বল কিনে আনতে বলেন। হিসেবি নিজাম বলে দিলেন কম্বলের দাম ২৫ টাকার বেশি হওয়া চলবে না। তাঁর আর্দালি ২৫ টাকার কম্বল না পেয়ে ফিরে এলেন। কারণ কম্বলের দাম ৩৫ টাকা। যাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ শুনলে ভির্মি খান রাজারাজড়ারা, সেই নিজাম বাহাদুর আর্দালির মুখে কম্বলের দাম শুনে পুরোনো কম্বল গায়েই ঘুমিয়ে পড়লেন। কয়েক ঘন্টা পরে, সকালে উঠেই তিনি বার্তাবাহকের মাধ্যমে বিকানীরের মহারাজার একটি অনুরোধ পেলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে হিন্দু ছাত্রদের জন্য কিছু সাহায্যের অনুরোধ। একটুও না ভেবে, এক লাখ টাকা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলেন সেই মানুষটি। যিনি গতরাত্রে দশটাকা দাম বেশি হওয়ায় একটি কম্বল কেনেননি।
নিজাম ওসমান গনি ভারতের তৎকালীন সব রাজা মহারাজাদের চেয়ে সব বিষয়েই এগিয়ে ছিলেন। আজ দিল্লিতে যে ঐতিহ্যশালী হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করেন, এই প্যালেসটি কিন্তু নিজামের অর্থে বানানো। তাঁর জমানায় তিনি হায়দরাবাদ শহরে তৈরি করেছিলেন তাক লাগানো কিছু প্রাসাদ। যেমন ওসমানিয়া হসপিটাল, হায়দরাবাদ হাইকোর্ট, আসাফিয়া লাইব্রেরি (অধুনা স্টেট জেনারেল লাইব্রেরি), টাউন হল (অধুনা অ্যাসেম্বলি হল), জুবিলী হল, হায়দরাবাদ মিউজিয়াম নিজামিয়া অবজারভেটরি সহ অগনিত প্রাসাদ ও মনুমেন্ট।
তৎকালিন হায়দরাবাদ স্টেটের মারাঠাওয়াড়া অঞ্চলে কৃষিক্ষেত্রে গবেষণার হাতেখড়ি নিজামের হাতেই হয়েছিল। ১৯১৮ সালে পারভানিতে প্রথম পরীক্ষামূলক ফার্ম গড়ে তোলেন নিজাম। ১৯৪১ সালে তিনি নিজেই নিজের ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন। নাম দেন হায়দরাবাদ স্টেট ব্যাঙ্ক। বর্তমানে যার নাম স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ। ব্রিটিশ ইন্ডিয়ায় হায়দরাবাদই ছিল একমাত্র স্টেট যাকে ব্রিটিশরা নিজস্ব কারেন্সি নোট ব্যবহার করার অনুমতি দেয়। নিজামের মুদ্রার নাম ছিল, ‘ওসমানিয়া সিক্কা‘। নোটের নামে ছিল, ‘হায়দ্রাবাদি রুপি‘। নিজামের বিমানের শখও ছিল। তিনি ১৯৩০ সালে ‘হায়দরাবাদ এরো ক্লাব’ এবং বেগমপেট এয়ারপোর্ট প্রতিষ্ঠা করেন। এই বিমানবন্দর থেকে আকাশে ওড়ে ব্রিটিশ ভারতের প্রথম ব্যবসায়িক এয়ারলাইন্স নিজামের ডেকান এয়ারওয়েজ- এর ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলি।
পাঠক , এবার কি আপনার লেখা শেষের আগে বিশ্বের ধনীতম মানুষটির সম্পর্কে আরেকটি বিখ্যাত কাহিনী লিখি। ভারতীয় নিরাপত্তা তহবিলে দেওয়ার পাঁচ টন স্বর্ণমুদ্রায় ভর্তি ট্রাঙ্কগুলি যখন ভ্যানে লোড করা হচ্ছে, কোমরে হাত দিয়ে দাঁড়ানো নিজাম ভুরু কুঁচকে তাঁর নিজস্ব অফিসারদের বলেছিলেন, ”আমি কিন্তু পাঁচ টন স্বর্ণমুদ্রাই শুধু দান করেছি। ট্রাঙ্ক গুলো নয়। তাই ওগুলো যেন আমার কাছে ফেরত আসে খেয়াল রেখো”।

সুচিকে দেয়া সম্মাননা পদক এবার কেড়ে নিচ্ছে ফ্রান্স

 
টিডিএন বাংলা ডেস্ক: মায়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া সম্মানসূচক প্যারিস শহরের স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ওই সম্মাননা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন পারিসের মেয়র অ্যান হিদালগো। তার এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্য ডিসেম্বরে সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন তিনি। এর আগে একই ইস্যুতে অং সান সু চিকে দেয়া একই রকম পদক কেড়ে নিয়েছে গ্লাসগো, এডিনবার্গ ও অক্সফোর্ড কর্তৃপক্ষ। সেই একই ধারায় প্যারিসের দেয়া ফ্রিডম অব প্যারিস পদক কেড়ে নেয়া হচ্ছে।
মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, গত বছর মেয়র অ্যান হিদালগো মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তার উদ্বেগ এবং তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে সেই চিঠির কোনো উত্তর দেয়া হয়নি।
এর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বরতার দায়ে সু চিকে দেয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘অ্যাম্বাসেডর অব কনসাইন্স অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করা হয়। সূত্র : এএফপি।

ব্যাঙ্গালোরে ‘বাঙালি খেদাও’


এবার ব্যাঙ্গালোরে ‘বাঙালি খেদাও’ কর্মসূচী চালু করল বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক : আসামের পর এবার কর্ণাটকে বাঙালি খেদাও কর্মসূচি চালু হল। দেশের নানা প্রান্তে অবৈধ বাংলাদেশী তাড়ানোর যে হিড়িক পড়েছে, সেই তালিকায় সবশেষ সংযোজন হল ব্যাঙ্গালোর। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি পশ্চিমবঙ্গের ১৩ হাজার বাঙালিকে আজ সোমবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। এসব বাংলাভাষী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ‘হোয়াইট ফিল্ড’ এলাকার বস্তিতে থাকেন। এরা আসলে নদীয়া-মালদা-মুর্শিদাবাদ এই সব জেলারই লোক। বেশির ভাগ ব্যক্তি কাজ করেন এই হোয়াইট ফিল্ড এলাকায় নির্মাণ শিল্পের শ্রমিক হিসেবে।
দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে হাজার হাজার গরিব বাংলাভাষীকে ‘অবৈধ বাংলাদেশী’র তকমা দিয়ে উচ্ছেদ করার অভিযান শুরু করেছে শহরের পুর কর্তৃপক্ষ, যেখানে ক্ষমতায় আছে বিজেপি। কর্ণাটকের মহাদেবপুরার বিধানসভা আসনের বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি। আরএসএসের এই প্রচারক কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা হিসেবেই বরাবর পরিচিত, এমনকী তার নামে গান পর্যন্ত বাঁধা হয়েছে কীভাবে তিনি হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে সফল করবেন।
তিনি সংবাদমাধ্যমের কাছে এই হুমকির সত্যতার কথা স্বীকার করে বলেছেন, “হ্যাঁ আমি ওই বস্তির শ্রমিকদের রাজ্য ছেড়ে যেতে বলেছি। কারণ ওরা সব বাংলাদেশি অনুপ্রবেশকারী। দেশের নিরাপত্তার প্রশ্নে ওরা বিপজ্জনক।”
তাদের ভারতের ভোটার পরিচয়পত্র আছে, আঁধার কার্ড সহ সহ অন্যান্য প্রমাণপত্রও আছে। নিজেদের ভারতীয়ত্ব প্রমাণ করার মতো পরিচয়পত্র তাদের সঙ্গে থাকলেও রাজ্যে বিজেপির নেতা-বিধায়করা অবশ্য বলছেন সেগুলো বেশির ভাগই জাল এবং তাদের কর্নাটক থেকে তাড়াতেই হবে। এদের তাড়ানোর জন্য শহরের সোনডেকোপ্পাতে ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে বলেও তিনি জানিয়ে দেন।
এই হুমকির পর ওখানকার বাঙালিরা সাহায্য চেয়েছেন পশ্চিমবঙ্গের কাছে। মহম্মদ সেলিম বলেছেন, “এটা মানা যায় না। আমরা এর জন্য কর্ণাটক সরকারকে বলব। প্রয়োজনে আমরা কর্ণাটক যাব। ” হোয়াইট ফিল্ড এলাকার পুলিশ কর্মকর্তা আবদুল আহাদ বলেছেন, “ওই বস্তিবাসীরা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তার কোনো প্রমাণ নেই।”


বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

বৈঠকের জন্য সৌদি যুবরাজের অনুরোধ, এরদোগান বললেন দেখা যাক

টিডিএন বাংলা ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এরদোগানকে ফোন করে তিনি বৈঠকে বসার জন্য অনুরোধ করেছেন। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাকেই এরদোগানের মুখোমুখি হতে চান বিন সালমান। এসব তথ্য দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
মঙ্গলবার জার্মান দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যা, তিনি (বিন সালমান) বুয়েন্স আয়ার্সে বৈঠকে বসার জন্য টেলিফোনে এরদোগানকে অনুরোধ করেছেন। এরদোগান এর জবাবে বলেছেন, দেখা যাক কী হয়।’ চাভুসওগ্লু বলেন, এই মূহুর্তে যুবরাজের সঙ্গে বৈঠকে না বসার কোন কারণ নেই। আগামী ৩০শে নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দু’দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। এতে যোগ দেবেন এরদোগান ও বিন সালমান।
জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
খাশোগি হত্যার জন্য সৌদি আরবের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে তুরস্ক মনে করে। সরাসরি নাম উল্লেখ না করলেও তুরস্ক পরোক্ষভাবে ওই হত্যাকাণ্ডের জন্য যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে দায়ী করেছে।

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

আ. লীগ থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ গোলাম মাওলা রনি বিএনপিতে


আ.লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-১ আসন থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৪ সালের নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি তাঁকে।
যোগদানের সময় গোলাম মাওলা রনি বলেন, আমি অত্যন্ত সজ্ঞানে ও সুস্থ শরীরে চিন্তা ভাবনা করে আমার যে বর্তমান দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি- আমার বোধ, বুদ্ধি, বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য দিয়ে সর্বোচ্চ এই দলের জন্য কাজ করব। এই দলের মাধ্যমে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থক আছেন, তাদের সেবা করব। তার মাধ্যমে সারা দেশের মানুষের সেবা করার জন্য আমি এখানে এসেছি।
গোলাম মাওলা রনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে রাজনীতির যে অবস্থা এখানে ক্ষমতাসীন একটা দল থেকে একজন সাবেক সংসদ সদস্য যেভাবে হোক আলোচিত ও সমালোচিত তার জন্য বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশি জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে শুধু মনোনয়ন জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত। আমরা যারা রাজনীতি করি সকলের মন- মস্তিষ্কে নির্বাচন, মনোনয়ন পাওয়া এবং এমপি হওয়ার স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্ন আমার নেই এবং এই স্বপ্ন ছাড়া এখানে এসেছি তা হলে এটি ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্য এখানে এসেছি তা ভঙ্গ হলে এখানে থাকব না এটাও ঠিক না। আমি এখানে মৃত্যু পর্যন্ত থাকব।
গোলাম মাওলা রনিকে পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, আমাদের হৃদয় স্পন্দিত হয়েছে। জনগণের প্রিয় মানুষ, গণতন্ত্রের সংগ্রামের পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে তিনি (রনি) আজ গণমানুষের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তাঁকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
গোলাম মাওলা রনিকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সময় হলে জানতে পারবেন। দল তাঁকে সঠিকভাবে মূল্যায়ন করবে।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ঐক্যফ্রন্ট ও ২০ দলের মধ্যে আসন নিয়ে বোঝাপড়া হচ্ছে। আসন বিন্যাস করা হচ্ছে। এই কারণে একটু সময় বেশি নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এক আসনে একাধিক প্রার্থী দিচ্ছি। কারণ যদি কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে যেন সেটা খালি না থাকে।